বহু জিনিস অপবিত্র হলেও বেদ নির্ধারিত বিশেষ বিশেষ দ্রব্য পবিত্র বলেই গৃহীত হয়। যেমন-
১। সমস্ত মৃত জীবজন্তুর চামড়া অপবিত্র, কিন্তু হরিণের চর্মের আসন পবিত্র।
২। অন্যান্য সমস্ত জীবের অস্থি অপবিত্র, কিন্তু একমাত্র শঙ্খ পবিত্র।
৩। মৃত সমস্ত জীবজন্তুর দাঁত অপবিত্র, কিন্তু হাতির দাঁত পবিত্র।
৪। মরা পাখির পালক সর্বদা অপবিত্র, কিন্তু ময়ূরের পাখা শুদ্ধ পবিত্র।
তেমনি ভাবে, গোমাংস ও চর্ম ভক্ষণ নিষিদ্ধ এবং অপবিত্র হলেও মৃত গরুর চামড়া থেকে তৈরি মৃদঙ্গ ভগবানের সেবার উদ্দেশ্যে ব্যবহার হয় এবং ভগবানের সেবায় লাগে বলে সেটাকে পবিত্র হিসেবেই বৈদিক শাস্ত্রে সমর্থিত।